কাবুলে স্কুলে কয়েক দফা বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলের একটি হাই স্কুলে তিন দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের ওই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
ওই অঞ্চলের শিয়া হাজারা সম্প্রদায়ের ওপর প্রায়ই হামলা চালিয়ে থাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো।
কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেন, একটি হাইস্কুলে তিন দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, বেশ কয়েকজন শিয়া মুসলিম হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নাম প্রকাশ না করা শর্তে একটি হাসপাতালের প্রধান জানিয়েছেন, বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছে এবং ১৪ আহত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।