January 21, 2025
জাতীয়

কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় উসুইপরু মারমা (৩০) নামে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার (১ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। উসুইপরু মারমা ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার জিংহ্লা মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একদল মুখোশধারী অস্ত্রধারী সন্ত্রাসী উসুইপরুর বাড়িতে প্রবেশ করে তাকে বাইরে ডেকে এনে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনো জানা যায়নি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আশরাফ ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে  পাঠানো হবে।  এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *