কাপ্তাইয়ে পাহাড় ধসে চলন্ত অটোরিকশার ২ যাত্রী নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে চলন্ত অটোরিকশা চাপা পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। কাপ্তাই থানার পরিদর্শক নূরুল আলম জানান, উপজেলার রায়খালি ইউনিয়নের কারিগর পাড়ায় শনিবার বেলা ১১টার দিকে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নোয়াপাড়ার অজয় বড়ুয়া (৫০) ও কারিগর পাড়ার সুজয় মং মারমা (৪০)।
পরিদর্শক নূরুল বলেন, কাপ্তাই এলাকায় বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ওই এলাকায় রায়খালি-বান্দরবান সড়কের পাশে একটি পাহাড়ের আংশিক ধসে পড়ে। এর নিচে চলন্ত অটোরিকশা চাপা পড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল। এর আগে গত ৮ জুলাই কাপ্তাইয়ের কেপিএম কলাবাগান এলাকায় মালি কলোনি পাহাড়ধসে সূর্য মলিক (৫) নামে এক শিশু ও তাহমিনা বেগম নামের এক নারী মারা যান।