কানাডার প্লাস্টিক বর্জ্য ফেরত পাঠাচ্ছে ফিলিপিন্স
এ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক টানা-পড়েন চলে। গত কয়েক সপ্তাহে তা চরম রূপ নিলে এক পর্যায়ে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে কানাডার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুমকি দিয়ে বলেছিলেন, হয় সেগুলো ম্যানিলায় কানাডার দূতাবাসের সামনে ফেলে আসা হবে বা তিনি নিজে জাহাজে করে কানাডায় গিয়ে ‘তাদের পানিতে সেগুলো ফেলে দিয়ে আসবেন’।
২০১৬ সালে ফিলিপিন্সের একটি আদালত কানাডা থেকে আমদানি করা দুই হাজার ৪০০ টন প্লাস্টিক বর্জ্য অবৈধ বলে ঘোষণা করে সেগুলো কানাডায় ফেরত পাঠানোর নির্দেশ দেয়।
কানাডার বক্তব্য, ২০১৩ সাল থেকে ২০১৪ সালের মধ্যে ফিলিপিন্সে ওই বর্জ্য রপ্তানি করা হয়। সরকারের অনুমোদন ছাড়াই ব্যক্তি উদ্যোগে ওই লেনদেন হয়েছিল।
শেষ পর্যন্ত বিবাদের মিমাংসা হয়েছে। কানাডা ওই বর্জ্য পরিবহন এবং ধ্বংস করার খরচ দিতে রাজি হয়েছে।
কানাডার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “কানাডা সরকার বর্জ্যগুলো নিরাপদে এবং পরিবেশের কোনো ক্ষতি না করে সেগুলো কানাডায় এনে ধ্বংস করাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।”
ম্যানিলার উত্তরপশ্চিমের সুবিক বন্দরে বৃহস্পতিবার রাতভর বর্জ্য ভর্তি ৬৯টি কন্টেইনার একটি জাহাজে তোলা হয়।
শুক্রবার সকালে জাহাজটি কানাডার ভ্যাঙ্কুভার নগরীর দিকে প্রায় একমাসের দীর্ঘ যাত্রা শুরু করে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।