November 26, 2024
খেলাধুলাশীর্ষ সংবাদ

কাতার বিশ্বকাপে কে কী পেলেন

কাতার বিশ্বকাপের শিরোপা উঠেছে লিওনেল মেসির হাতে। আর্জেন্টিনা পেয়েছে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বজয়ের আনন্দে মেতেছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস এক ফাইনাল শেষে দেখা গেছে মেসির মুখে হাসি!

 

এর আগে কত কথা হয়েছে মেসিকে নিয়ে, বিশ্বকাপ ট্রফি না পেলে কিংবদন্তি হওয়া যায় না। কত অপমান, কত গ্লানি, কত অবহেলা সবকিছু ছাপিয়ে মেসির সাফল্যের পালকে যুক্ত হল বিশ্বকাপ ট্রফি নামক সোনার হরিণএবারের কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে দলকে জেতানোর অনন্য রেকর্ড গড়েছেন মেসি। এছাড়া বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দু’বার সোনার বল পাওয়ার রেকর্ডও নিজে করে ফেললেন মেসি। মেসির থেকে এক গোল বেশি (৮) করে বুট জিতে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এছাড়া আর্জেন্টিনার বারের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে বারবার গোল ফিরিয়ে দিয়ে বাজপাখি খেতাব পেয়ে এমিলিয়ানো মার্টিনেজের হাতে উঠল সোনার গ্লাভস।

 

একনজরে কাতার বিশ্বকাপ

 

চ্যাম্পিয়ন : আর্জেন্টিনা

রানার্স আপ : ফ্রান্স

সোনার বল : লিওনেল মেসি

সোনার বুট : কিলিয়ান এমবাপে

সোনার গ্লাভস : এমিলিয়ানো মার্টিনেজ

বিশ্বকাপের সেরা তরুণ তারকা : এনজো ফের্নান্দেজ

বিজয়ী আর্জেন্টিনার পুরস্কার মূল্য : ৪২ মিলিয়ন ডলার (৪ কোটি ২০ লক্ষ ডলার)

রানার্স আপ ফ্রান্সের পুরস্কার মূল্য : ৩০ মিলিয়ন ডলার (৩ কোটি ডলার)।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *