January 21, 2025
বিনোদন জগৎ

কাজল ও তার মেয়ের করোনার খবরে যা বললেন অজয়

ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া থেকে আফ্রিকা করোনার থাবা কোথায় পড়েনি। বিশ্বের সব দেশেই এখন চলছে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই। লড়াই চলছে ভারতেও। এরমধ্যে খবর রটেছিল অভিনেত্রী কাজল ও তার মেয়েও নাকি করোনা ভাইরাসে আক্রান্ত । সম্প্রতি নাকি জ্বরও হয়েছিল মেয়ে নাইসার।

করোনা আতঙ্কের মধ্যেই কিছুদিন আগেই সিঙ্গাপুর থেকে নাইসাকে নিয়ে ফিরেছেন কাজল। তার পরেই তার জ্বর হওয়ার খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক তৈরি হয়। জানা যায় জ্বর হওয়ায় মেয়েকে নিয়ে হাসপাতালেও গিয়েছিলেন কাজল।

গুজব ডালপালা মেলতে একটি টুইট করে অজয় দেবগন নিজেই জানিয়েছেন কাজল ও নাইসা দুজনেই ভালো আছেন। তিনি লিখেছেন, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। কাজল ও নাইসা দুজনেই ভালো আছেন। ওদের স্বাস্থ্যের ব্যাপারে যে গুজব ছড়ায় তা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন।

প্রসঙ্গত, করোনা আতঙ্ক ছড়িয়ে পড়তেই মেয়েকে দেশে ফিরেই আনেন কাজল। সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করে নাইসা। কিন্তু করোনা আতঙ্কের জেরে বন্ধ হয়েছে সেই স্কুল। তবে দেশে ফিরেই নিয়ম মেনে কোয়ারেন্টাইনে গেছেন কি-না তা এখনও স্পষ্ট নয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *