November 23, 2024
জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ছোট লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ছোট লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে ওই নৌরুটে সীমিত আকারে লঞ্চ ও ফেরি চলাচল করছে

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, সকাল থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করায় উত্তাল রয়েছে পদ্মা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশে ছোট লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছে। এছাড়াও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে। তবে বড় লঞ্চগুলো চলাচল করছে।

এদিকে ফেরি চলাচলও সীমিত রয়েছে বলে জানা গেছে। নৌরুটে ৬-৭টি ফেরি চলছে।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই বৃষ্টি ও বাতাসের কারণে পদ্মা উত্তাল রয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে ছোট লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। কাঁঠালবাড়ী ঘাটের ১৭টি ছোট লঞ্চ বন্ধ রয়েছে। তবে বড় লঞ্চগুলো চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *