কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির শপথ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার দুপুর সাড়ে বারটায় চেম্বারের সভা কক্ষে খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির শপথ অনুষ্ঠান প্রধান নির্বাচন পরিচালক আলহাজ্ব মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উর্ধ্বতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক আলহাজ্ব আ. ইকবাল তুহিন, সহকারী নির্বাচন পরিচালক অধ্যাপক আযম খান, মোঃ ফারুক হোসেন।
নব নির্বাচিত কার্যকরী পরিষদের যারা শপথ বাক্য পাঠ করেন তারা হলেন কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির নব নির্বাচিত সভাপতি আব্দুর রব, সিনিয়র সহ সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারী মানিক, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান।
উল্লেখ্য, গত ৭ মার্চ আড়ৎদার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস জনিত কারণে স্বাস্থ্য অধিদপ্তর কতৃক বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ধরুন এবার অভিষেক অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করা গেলনা, পরিস্থিতি শান্ত হলে পরবর্তীতে অভিষেক অনুষ্ঠান করা হবে। যেহেতু নির্বাচন হওয়ার দশদিনের মধ্যে শপথ অনুষ্ঠান করার বাধ্যবাধকতা থাকায় শপথ করতে হয়েছে।