কলারোয়া সীমান্তে ৩ ভারতীয় আটক
সাতক্ষীরা প্রতিনিধি
বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্ত থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব। গত রবিবার রাতে উপজেলার সোনাবাড়িয়া সীমান্তের গায়েনপাড়া গ্রামের একটি রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী রয়েছে। আটককৃতরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার অশকনগর থানার বড়বামুনিয়া গ্রামের শেখ আব্দুল নইমের ছেলে আব্দুল আরিফ (৫২), তার স্ত্রী ফজিলা বিবি (৪৫) ও তাদের মেয়ে রুম্পা খাতুন (১৫)।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন জানান, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে কিছু মানুষ দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক টহল দল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের গায়েনপাড়া গ্রামের সুজন খান এর বসত বাড়ির সামনে ইটের সোলিং রাস্তা উপর থেকে উক্ত তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পাস পোর্ট আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।