কলারোয়া সীমান্তে ফেন্সিডিল উদ্ধার
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়া সীমান্তে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ওই ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। থানার এসআই রইচ উদ্দীন জানান-গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ভাদিয়ালী গ্রামের লিয়াকাত আলী দালালের ছেলে মুনছুর আলী দালালের বাড়ী থেকে ওই ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে ফেন্সিডিল ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় কলারোয়া থানায় একজনকে আসামী করে একটি মামলা নং-৫(২)১৯ হয়েছে।