কলারোয়া সীমান্তে ফেনসিডিলসহ যুবক আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়া সীমান্তে ফেনসিডিলসহ জাহিদুর রহমান (২৮) নামে এক যুবক আটক হয়েছে। সে উপজেলার ভাদিয়ালী গ্রামের শওকাত দালালের ছেলে। মাদরা বিজিবর নায়েক সুবেদার কানাই চন্দ্র পাল জানান, ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৮ আররি জিরো পয়েন্ট দিয়ে ওই যুবক ৯ বোতল ফেনসিডিল নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে বাংলাদেশে প্রবেশের সময় টহলরত বিজিবি সদস্যদের হাতের আটক হয়। এবিষয়ে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।