কলারোয়া সীমান্তে ফেনসিডিলসহ যুবক আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৫০ বোতল ফেনসিডিলসহ ‘কথিত সাংবাদিক’ পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্যরা। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী গাড়াখালী কালভার্ট এলাকা থেকে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক শরিফুল ইসলাম (৩০) কেঁড়াগাছি গ্রামের আব্দুল ওহাবের পুত্র।
কাকডাঙ্গা বিওপির হাবিলদার নূর আলম জানান, কলারোয়ার কেড়াগাছি সীমান্ত ািদয়ে এক যুবক মোটরসাইকেলযোগে ফেনসিডিল নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের গাড়াখালী কালভার্টের সামনে থেকে বিজিবি ওই মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করেন। পরে তার মোটরসাইকেলে তল্লঅশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে কলারোয়া থানায় সোপর্দ করা হয়। একইসাথে তার ব্যবহৃত এপাচি মোটরসাইকেলটিও জব্দ করা হয়। আটক যুবককের কাছ থেকে একাধিক সংবাদপত্রের ‘ভুয়া পরিচয়পত্র’ উদ্ধার করা হয়।’ সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।