December 21, 2024
আঞ্চলিক

কলারোয়া মুক্ত দিবসে একাত্তরের রণাঙ্গণের বেশে বর্ণাঢ্য র‌্যালী

কলারোয়া (সাতকক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৬ ডিসেম্বর কলারোয়া মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল টায় জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদে পতাকা উত্তোলন। সকাল ৮.১৫ মিনিটে পৌর সদরের তুলশীডাঙ্গা খাদ্য গুদাম গোডাউন মোড়ে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে ৮টায় কলারোয়া ফুটবল মাঠের দক্ষিণ পাশে অবস্থিত মহান মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে পুষ্পমাল্য অর্পন করা হয়।

পুষ্পমাল্য অর্পন করেন-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কপাই এর সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজাসহ অন্যন্যেরা। পরে বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ৭১ রণাঙ্গণের বেশে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন- সাবেক সংসদ বীর মুক্তিযুদ্ধা বিএম নজরুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ গফ্ফার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা জাসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা ওয়ার্কাস পাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-কপাই এর সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *