December 27, 2024
আঞ্চলিক

কলারোয়া পৌরসভায় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

গতকাল রবিবার সকালে আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশন কর্তৃক সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় বাস্তবায়নাধীন ওয়াস এসডিজি প্রকল্পের মাল্টি স্টেকহোল্ডার স্টেয়ারিং কমিটির এক গুরুত্বপূর্ন সভা প্যানেল মেয়র শেখ জামিল হোসেনের সভাপতিত্বে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও কমিটির উপদেষ্টা মোঃ প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর কর্মকর্তাগণ উপস্থিত থেকে বক্তব্য দেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, ডিপিএইচই প্রকৌশলী এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ওয়ার্ড ভিত্তিক উপ-কমিটি গঠন করা হয়, যারা ওয়ার্ড পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাবেন, বিশেষকরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানের মাধ্যমে মশক নিধোনকওে ডেঙ্গু প্রতিরোধে সচেষ্ট হবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন-প্র্যাকটিক্যাল এ্যাকশনের কলারোয়া প্রতিনিধি মিস শাহনাজ পারভীন মীনা।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *