কলারোয়া পৌরসভাকে ১০০% নিরাপদ পানি পৌরসভা ঘোষণা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় শতভাগ নিরাপদ পানি পৌরসভা ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে কলারোয়া পৌরসভা চবÍরে এক অবহতি করন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- কলারোয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মফিজুল হক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহউদ্দিন লিলু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জামিল হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলফাজউদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গির হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শেখএমাদুল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আকিমুদ্দিন আকি, ১,২,৩ নং মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফারহানা হোসেন, ৪,৫,৬নং মহিলা ওয়ার্ড কাউন্সিলর সন্ধ্যারানী বর্মন, ৭,৮,৯ নং মহিলা ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা, সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান সহ সচিব তুসার কান্তি দাস।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সকল ওয়ার্ড লেভেল কমিটির সদস্যগন, প্রকল্পের পাড়া কমিটির সদস্যগন, প্রযুক্তির ব্যবস্থাপনা কমিটি, কেয়ারটেকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আনুষ্ঠানে কলারোয়া পৌরসভা, সাতক্ষীরায় নিরাপদ খাবার পানির সংকট দির্ঘদিনের, ২০১২ সালের জুন মাসে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন কলারোয়া পৌরসভার সাথে আমাদের কলারোয়া প্রকল্প নামে একটি প্রকল্প শুরু করে। প্রকল্প শুরুর আগে এখান কার জন গনের প্রায় ৯০% অতিরিক্ত মাত্রার আর্সেনিক ও আয়রনযুক্ত অনিরাপদ পানি পান করতো আরবাকি ১০ ভাগ মানুষ উচ্চ মূল্যের পানি কিনে পান করতো। কিন্তু বর্তমানে পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রকল্পরে মাধ্যমে মার্চ-২০১৯ পর্যন্ত ৭৮টি নিরাপদ পানি প্রযুক্তি স্থাপনের ফলে প্রায় ৯৩% এবং কয়েকটি অন্যান্য নিরাপদ প্রযুক্তি থেকে বাকি ০৭% অর্থাৎ কলারোয়া পৌরসভার ১০০% মানুষ নিরাপদ বিশুদ্ধ পানি পান করছে। কলারোয়া পৌরসভা ইমিতধ্যে পর্যায়ক্রমে পৃথক ভাবে ০৯ টি ওয়ার্ডকে ১০০% নিরাপদ পানি ওয়ার্ড হিসেবে ঘোষনা করেছে।
গতকাল শনিবার কলারোয়া পৌরসভার উদ্যোগে ও আমাদের কলারোয়া প্রকল্পের সহযোগিতায় পৌর সভাচত্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে করারোয়া পৌরসভাকে ১০০% নিরাপদ পানি পৌরসভা হিসেবে ঘোষণা করে।