কলারোয়া উপজেলা আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়া উপজেলার আ.লীগের নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের আহবানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক সংসদ বিএম নজরুল ইসলাম।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, মোরশেদ আলী, রবিউল আলম মল্লিক রবি, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেত্রী শাহানাজ নাজনীন খুকু, ভুট্টো লাল গাইন, অধ্যাপক এমএ কালাম, মারুফ হোসেন, শেখ মোসলেম আহম্মেদ, গাজী মতিয়ার রহমান,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, এম মুনছুর আলী, শেখ জাকির হোসেন, সিদ্ধেশ্বর চক্রবর্তী, আব্দুর রহিম, মনজুরুল ইসলাম মিঠু, মশিয়ার রহমান, আব্দুল গফুর, অধ্যাপক আমজাদ হোসেন, ইয়ার আলী, অধ্যাপক আব্দুর রহিম, মোস্তাফিজুর রহমান মোস্ত, আবুল বাশার, শেখ সাগর হোসেন, সাকিল খান জর্জ, শামীমুজ্জামান টিপু, মোস্তফিজুর রহমান মোস্তাক, মেহেদী হাসান, মুনসুর আলী সরদার, বাবরালী সরদার মধু, আব্দুল আলিম, সোনা মোল্লা, শহিদুল ইসলাম, মেহেদী রুবেল, খায়রুল বাসার, তোজাম্মজিল হোসেন, জিএম রিপন, ইরশাদ আলী, তুষার আহমেদসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন আলোচনা সভায়।