কলারোয়ায় ৫১ বোতল ফেনসিডিলসহ আটক ১
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ৫১ বোতল ফেনসিডিলসহ সাইদুর রহমান (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার কাঁদপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন জানান- তার নেতৃত্বে থানার এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বুধরার রাতে উপজেলার চন্দনপুর গ্রামস্থ জনৈক বাবলুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ওই যুবককে ৫১ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে আটক করেন। এঘটনায় তার বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।