কলারোয়ায় ৫০ পিস ইয়াবা যুবক আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিমউদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার বোয়ালিয়া গ্রামের আজগর আলী গাইনের ছেলে। গতকাল বুধবার সকালে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাজিব হোসেন জানান- মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জসিমউদ্দিনকে তার বাড়ীর পাশে রাস্তার উপর থেকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কলারোয়া থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা নং-৩১ (১১) ১৯ হয়েছে। থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাজিব হোসেন আরো জানান- আটককৃত জমিসউদ্দিনের বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। সে উপজেলার বোয়ালিয়া গ্রামের মাদক সম্রাট চামড়া মনিরের সহযোগি।