কলারোয়ায় ৩ ব্যক্তি আটক, গাঁজা উদ্ধার
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ ব্যক্তিকে আটক করেছে। এরমধ্যে ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী এবং নিয়মিত মামলায় ওয়ারের্ন্টভুক্ত দুইজন আসামি রয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের পৃথক স্থান আটক করা হয়। থানা সূত্র জানায়, পুলিশের পৃথক টিম ১০০ গ্রাম গাঁজাসহ উপজেলার কলাটুপি গ্রামের হেলাল সরদারের ছেলে আশরাফুল ইসলাম, নিয়মিত মামলার আসামি ওফাপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মনিরুল ইসলাম ও ওয়ারের্ন্টভুক্ত আসামি কাঁকডাঙ্গা গ্রামের আনছার আলীর ছলে আতাউর রহমানকে তাদের বাড়ী থেকে আটক করা হয়।