কলারোয়ায় ৩৬ টাকা কেজিতে আমন চাল সংগ্রহের উদ্বোধন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় ৩৬ টাকা কেজিতে ৫২৪ মে.টন আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘আমন চাল সংগ্রহ/ ২০১৯-২০’ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আর.এম সেলিম শাহনেওয়াজ। কলারোয়া খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ফারুক হোসেন, উপজেলা সমবায় অফিসার নওশের আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনিরুজ্জামান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুদ্দীন মোড়ল, মিলার অহিদুজ্জামান, মোঃ রফিক, বাশার মোড়ল, ওজিয়ার রহমান, আব্দুল লতিফ, মোল্যা রাইস মিলের মাহফুজুর রহমান, ফজলুর রহমান সানা, দাউদ রাইস মিলের তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুদ্দীন মোড়ল জানান- ‘আগামি ২৮ফেব্রæয়ারী পর্যন্ত আমন চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। প্রতিকেজি ৩৬টাকা দরে ৫২৪ মে.টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে।