কলারোয়ায় ৩০০ বোতল ফেসিডিলসহ যুবক গ্রেফতার
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে ৩০০ বোতল ফেসিডিলসহ আলমগীর হোসেন ওরফে আলম (২৮) নামে এক যুবককে গ্রেফতার হয়েছে। সে উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের নুর আলী গাজীর ছেলে। বুধবার ভোর রাতে তাকে উপজেলার বোয়ালিয়ার চেয়ারম্যান পাড়ায় থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মুল্যে-১লাখ ৮০হাজার টাকা।
থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান-তার নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা নং-২৩(০২)২০২০ হওয়ায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।