কলারোয়ায় ২০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় জসিম সরদার (২০) নামে এক যুবক ২০ বোতল ফেনসিডিল ফেনসিডিলসহ আটক হয়েছে। সে উপজেলার মাদ্ররা গ্রামের খায়রুল সরদারের ছেলে। গতকাল শুক্রবার সকালে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান- বৃহস্পতিবার বিকালে উপজেলার মাদ্রারায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদ্রাসার দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে পুলিশের উপস্থিত টের পেয়ে জসিম সরদার পালিয়ে যাওয়ার চেষ্টা কালে সে আটক হয়। ওই সময় সকলের উপস্থিততে ২০ বোতল ফেনসিডিল তার কাছ থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে কলারোয়া থানায় তার বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা হয়েছে।