কলারোয়ায় ১৯ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ার সীমান্তে ১৯ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন গাজী (২৪) নামে এক যুবক আটক হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের গাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের করিম গাজীর ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান- কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার আবু তাহেরের নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ১৩/৩ এস এর ৭ আরবি হতে ১৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ওই যুবককে আটক করা হয়। পরে তাকে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এবিষয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।