কলারোয়ায় ১৬ দলীয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়া নাথপুর ও রামকৃষ্ণপুর (তিনবটতলা মাঠে) শুক্রবার সন্ধায় যুব সংঘের উদ্যোগে “মহান বিজয় দিবস”” উপলক্ষে ১৬ দলীয় হা-ডু-ডু খেলার আয়োজন করেন। উক্ত খেলায় ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন ৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সোনাবাড়ীয়া ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য অলিয়ার রহমান,আয়োজন কমিটির সভাপতি কামরুজ্জামান ও অতিথি বৃন্দ সহ বিপুলসংখ্যক দর্শোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। উক্ত খেলার ম্যাচটি পরিচালনা করেন আব্দুল জব্বার ও আতিয়ার রহমান।