কলারোয়ায় ১৪৪ ধারা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় ১৪৪ ধারা ও আদালতের আদেশ অমান্য করে বিরোধ পূর্ন জমিতে বসত ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর সদরের গদখালীর হাসপাতাল রোড এলাকায়। মামলার বিবরণে জানা গেছে- পৌর সদরের গদখালী গ্রামের মৃত মোকছেদ আলী খানের ছেলে সামছুর রহমান খানের রেকর্ডকৃত জমিতে যাতায়াতের রাস্তা আছে।
সেই রাস্তার কিছু অংশ দখল করে প্রতিপক্ষ একই গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে সালাউদ্দিন ও মনিরুজ্জামান মনি বসত ঘর, সিড়ি ও সামসেট নির্মাণ করার চেষ্টা করে আসছে। এনিয়ে প্রথম পক্ষ পৌর সদরের গদখালী গ্রামের মৃত মোকছেদ আলী খানের ছেলে সামছুর রহমান খান আইনের প্রতি শ্রদ্ধশীল হওয়ায় গত ২৯ সেপ্টেম্বর-১৯ তারিখে সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা মতে একটি পিটিশন নং-১১৭৪/১৯ মামলা দায়ের করেন। পরে আদালত অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষনিক ভাবে বিরোধ পূর্ন জমিতে স্থিতিবস্থা বজায় রাখান জন্য ওসি কলারোয়া থানাকে নির্দেশ প্রদান করেন।
সে অনুযায়ী কলারোয়া থানার এসআই ফারুক হোসেন গত ২ অক্টোবর-১৯ তারিখে উভয় পক্ষকে তফশিল বর্ণিত সম্পত্তিতে শান্তি শৃংখলা এবং স্থিতিবস্থা বজায় রাখার জন্য আদিষ্ট হইয়া নির্দেশ প্রদান করেন। তিনি ওই নোটিশে আরো আদেশ দেন যে-নালিশী জমিতে শান্তি শৃংখলা ভঙ্গ এবং স্থিতিবস্থার পরিবর্তন ঘটাইলে অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। কিন্তু বিবাদী পক্ষ এ আদেশ অমান্য করে সম্পূর্ণ গায়ের জোরে ওই বিরোধ পূর্ণ জমিতে কাজ চালিয়ে যাচ্ছেন বলে শুক্রবার সকালে এ অভিযোগ করেন মামলা বাদী সামসুর রহমান খান।