কলারোয়ায় হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় হতদরিদ্র ৭ জন ব্যক্তিকে ৭টি ভ্যানগাড়ি বিনামূল্যে বিতরণ করেছে একটি বেসরকারি এনজিও সংস্থা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভ্যানগুলো হতদরিদ্রদের মাঝে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।
পরিবারের সাবলম্বিতা আনায়নের লক্ষ্যে উপজেলার পারিখুপি গ্রামের আরিজুল সরদার, মো: মিলন, পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের আ: মালেক, আবুল কাশেম, আ: রহিম, জাকির হোসেন ও হারুনর রশিদকে পায়ে চালিত ওই ভ্যানগাড়ি প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী প্রমুখ।