December 26, 2024
আঞ্চলিক

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কেসমত-ইলিশপুরের মিস্ত্রী মোড়ে এ দূঘটনাটি ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাহদহ মাঠপাড়া এলাকার আছির উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৪টার দিকে মোটর সাইকেল যোগে নিহত আলমগীর হোসেন উপজেলার কেরালকাতা ইউনিয়নের কেসমত ইলিশপুরের মিস্ত্রী মোড় পার হয়ে বাগআঁচড়ায় যাওয়ার মুখে যশোর- সাতক্ষীরা মহাসড়কের উপর উঠলে দ্রতগামী ঈগল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-০১৫১ তাকে সামনে থেকে চাপা দিলে ঘটনায় স্থানে সে মারা যায়। পরে ঘাতক পরিবহনটি পালিয়ে যাওয়ার চেষ্টা কালে এলাকাবাসী ধাওয়া করলে সে পরিবহনটি কাজিরহাট তেল পাম্পে ফেলে পালিয়ে যায়।

কেরালকাতা ইউনিয়নের কেসমত ইলিশপুরের ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, যশোরের দিক থেকে সাতক্ষীরাগামী পরিবহনটি নিহত আলমগীর হোসেনকে সামনে থেকে চাপা দেয়। পরে এলাকাবাসী এক জোট হয়ে পারিবহনটি ধরার জন্য ধাওয়া দিয়ে সে কাজিরহাট তেল পাম্পে ফেলে পালিয়ে যায়। এদিকে আলমগীর হোসেন নিহতের ঘটনায় প্রায় ঘন্টাব্যাপী যশোর-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঘাতক পরিবহনটি আটক করেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *