কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, বাস ও চালক আটক
কলারোয়া প্রতিনিধি
বুধবার দুপুরের দিকে কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ মারাত্মক আহত হয়েছেন। গুরুত আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, কলারোয়া উপজেলা পরিষদের সামনে যশোর থেকে ছেড়ে আসার দ্রæত গতির একটি যাত্রীবাহি বাস নং-যশোর-জ-১১-০০৪৬ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিন চালিত করিমন কে ধাক্কা দেয়। এতে এক বৃদ্ধ যাত্রী মাটিতে পড়ে গিয়ে মারাক্তক আহত হন। আহত ওই যাত্রী হলেন-উপজেলার ধানদিয়া গ্রামের ইয়ার আলীর ছেলে আলতাফ হোসেন (৬০)। পরে খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে যাত্রীবাহি বাস ও বাসের ড্রাইভার যশোরের শার্শা উপজেলার সামটা-জামতলা এলাকার আঃ জলিলের ছেলে ফরহাদ হোসেন (২০) কে আটক করে থানায় নিয়ে আসেন। এরিপোর্ট লেখা পর্যন্ত আহত বৃদ্ধর পরবর্তী কোন খবর পাওয়া যায়নি।