কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় ২ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে-মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সামনে স্পিড ব্রেকারের উপর দ্রæত গতির ইঞ্জিন চালিত ভ্যান উল্টে যায়। এতে ওই গাড়ির চালক ও যাত্রী রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।
আহত ব্যক্তিরা হলেন-সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ডালিম হোসেন (৩৫) ও একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে নাসির উদ্দীন (৪০)। পরে খবর পেয়ে থানা পুলিশ ও পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। থানা পুলিশ চাল বোঝায় ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন-তিনি খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রæত ঘটনা স্থান পরিদর্শন করেন। আহতদের খোজ খোবর নেন। রাস্তায় পড়ে থাকা ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।