October 31, 2024
আঞ্চলিক

কলারোয়ায় সড়কে প্রাণ গেলো ট্রলি চালকের

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী ট্রাকটরের ধাক্কায় এক ট্রলি চালক নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রলি চালকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের নুর ইসলামের মোড়লের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে দশটার দিকে আলমগীর তার ট্রলিতে কয়েক বস্তা  চাউল নিয়ে কলারোয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধানদিয়া চৌরাস্তা মোড় এলাকায় পৌছালে ইট ভাটার জন্য মাটি নিয়ে যাওয়া একটি ট্রাকটর পিছন দিক থেকে তার ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলি চালক আলমগীর ছিটকে ট্রাকটরের চাকায় পড়ে পিষ্ট হয়। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *