কলারোয়ায় স্যানিটেশন ব্যবস্থাপনা ও উন্নত স্বাস্থ্যাভ্যাস পরিচর্যা বিষয়ক কর্মশালা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা ও উন্নত স্বাস্থ্যাভ্যাস পরিচর্যা সমন্বিত ওয়াস বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন–উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এর আগে স্বাগত বক্তব্য দেন–কলারোয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মহা: ছারোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মাদ বাবলু আখতার, ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের উপ–সহকারী প্রকৌশলী (প্রাক্কলনিক) মোঃ আনোয়ার হোসেন, সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের উপ–সহকারী প্রকৌশলী অমল কুমার রায় প্রমুখ।
এছাড়া ওই কর্মশালায় ওয়াটসন কমিটি, স্থানীয় সরকার, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক কর্মকর্তা এবং ওয়াস বিষয়ক সংশ্লিষ্ট সহযোগী সংস্থা সমূহের সমন্বয়ে কর্মশালায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য–জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়) কর্তৃক বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা ও উন্নত স্বাস্থ্যাভ্যাস পরিচর্যা সমন্বিত ওয়াস বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।