কলারোয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা পরিচালক ও জেলা সিভিল সার্জনকে সংবর্ধনা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবং সাতক্ষীরা জেলা সিভিল সার্জনকে সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুরে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডাক্তার রাশেদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডাক্তার হুসাইন শাফায়েত। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-কলারোয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম। এর আগে স্বাস্থ্য বিভাগের পরিচালক ও সাতক্ষীরা সিভিল সার্জন অনুষ্ঠানস্থলে পৌছুলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ও সার্বিক বিষয়াদির খোঁজখবর নেন।