December 27, 2024
আঞ্চলিক

কলারোয়ায় স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ায় অগ্নিঝরা মার্চে জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস, স্বাধীনতা দিবসসহ পৃথক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিঝরা মার্চ মাসের নানা অনুষ্ঠান উদযাপনের পৃথক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন (জাতীয় শিশু দিবস), ২৫ মার্চ গণহত্যা দিবস  ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং শিশু দিবস উদযাপন উপলক্ষে কলারোয়ার হাতেখড়ি শিশু বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে ১৬-১৮ মার্চ শিশুতোষ বই মেলা যথাযথ ভাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।

এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, প্রফেসর আবু বকর সিদ্দীক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মহাসীন আলী, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, সমবায় অফিসার নওশের আলী,  মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোজাফফর উদ্দীন, অধ্যক্ষ মনিরা পারভীন, অধ্যক্ষ মাওলানা মুহা. আইয়ুব আলী, বেত্রবতী হাই স্কুলের প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, হাতে খড়ি শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক কাজী শাহীনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও দপ্তরের আধিকারিকগণ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *