January 22, 2025
আঞ্চলিক

কলারোয়ায় স্বর্ণ শিল্পীদের আয়োজনে বিশ্বর্কমা পূজা পালন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ডাকবাংলা মোড়ের ভাইভাই মার্কেট ও স্বর্ণ পট্টিসহ কলারোয়া বাজারের সকল স্বর্ণ ব্যবসায়ীরা একসাথে এই পূজা আনুষ্ঠান পালন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অনুরূপ পূজা আর্চনা করা হয়।

আয়োজকরা জানান-উৎসবমুখর পরিবেশে বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা দিয়ে পূজার আয়োজন করা হয়। স্বর্ণের দোকানি, কলকারখানাসহ লোহালক্করের ব্যবসায়ী, নাপিত দোকানি ও অন্যান্যরা পূজার পাশাপাশি আনন্দ উল্লাসে যোগ দেন। এদিন তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা পালন করেন। প্রাতিষ্ঠানিকভাবেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজায় সকাল থেকে উপবাস রেখে ঠাকুরের কাছে অঞ্জলি দেয়া ও ঠাকুরের কাছে তাদের মনের বাসনা ব্যক্ত করেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

স্বর্ণপট্টিতে পূজো পরিচালনা করেন কলারোয়া জুয়েলারি সমিতি। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শ্রী ল²ণ বিশ্বাস, দিপক রায়, দেবাশীষ রায়, মলাই রায়, কলম সুত্রধর, মিলন দত্ত, সুব্রত দত্ত, অরবিন্দু মন্ডল কিংকুর ভারতী, তাপস দত্ত, উজ্জ্বল বিশ্বস, বিশু রায়, দেবব্রত, পরিমল দত্ত, অর্জুন মন্ডল, নিত্য রায়, সুকুমার রায়, পরিমল রায়, সৌরভ দত্ত, সন্তোষ চৌধুরী, নিতায় রায়, কৃষ্ণ পাল, গণেশসহ স্বর্ণ ব্যবসায়ীরা ও অসংখ্য নারী-পুরুষ এই পূজায় অংশ গ্রহন করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *