December 27, 2024
আঞ্চলিক

কলারোয়ায় স্কুল ছাত্রী ও গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি

কলারোয়ায় এক স্কুল ছাত্রী ও এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান-প্রতিবন্ধী ভ্যান চালক পিতার কাছে বাইসাইকেল দাবী করে স্কুল পড়–য়া ছাত্রী শারমিন খাতুন (১২)। অসহায় পিতা মতিায়ার রহমান তার সাইকেল কিনে দিতে না পারায় বাড়ীর সকলের অজান্তে রোববার রাত ৮টার দিকে সে নিজ বাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে আতœহত্য করে।

ঘটনাটি ঘটেছে-কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামে। আতœহননকারী ওই ছাত্রী ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে অধ্যায়নরত ছিলেন। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা নং-১০(৪)১৯ দায়ের হয়েছে।

অপরদিকে উপজেলার দেয়াড়া গ্রামে রোজিনা খাতুন (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে সেখানকার  পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আবুল কালাম। পারিবারিক কলহের জের ধরে রাত রাড়ে ৮টার দিকে নিজ বাড়ীতে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। সে উপজেলার দেয়াড়া গ্রামের আলমগীর গাজীর স্ত্রী। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা নং-৯(৩)১৯ দায়ের হয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *