January 23, 2025
আঞ্চলিক

কলারোয়ায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ার হেলাতলায় সম্ভব্য সুবিধাভোগী চিহ্নিতকরণ ও প্রাসঙ্গিক সেবা সম্পর্কে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের আওতায় কলারোয়া অগ্রগতি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ওই সভাটি বুধবার সকালে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন ইউপি সচিব শফিকুল ইসলাম, ইউপি সদস্য আমিরুল ইসলাম, খায়রুল ইসলাম, মোখলেছুর রহমান, নাছিমা খাতুন, মাজেদা খাতুন, মমতাজ খাতুন, সাবরিনা খাতুন, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক দিনেশ চন্দ্র সমার্দার, সমাজসেবা অফিসের মাঠকর্মী ফজলুর রহমান, সাতক্ষীরা অগ্রগতি সংস্থার মনিটরিং অফিসার প্রণব পাল চৌধুরী, কলারোয়া অগ্রগতি সংস্থার প্রোগ্রাম ফ্যাসিলিটেটর লতিকা রাণী ঘোষ প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *