কলারোয়ায় সেনা সদস্যের বাড়ীতে সন্ত্রাসী হামলা : স্বামী-স্ত্রী জখম
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাসীরা এক সেনা সদস্যের বাড়ীতে হামলা চালিয়েছে বাড়ী ঘর ভাংচুর করে তার পিতা মাতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উপঠেছে। ঘটনাটি ঘটেছে- শনিবার সকালে উপজেলার সোনাবাড়ীয়া গ্রামে।
উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের সেনা সদস্য শফিকুর রহমান শফিক জানান, তিনি রংপুরে ক্যান্টেলম্যানে রয়েছেন। তার পিতা-আবুল হোসেন (৬০) ও মাতা- নুরপান বিবি (৫০) বাড়ীতে থাকেন। শনিবার বেলা ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মৃত ছায়েল গাজীর ছেলে নুর ইসলাম ও নূর হোসেন দলবদ্ধ হয়ে তাদের বাড়ীতে অন্যায় ভাবে প্রেবেশ করে। কোন কারন ছাড়াই বৃদ্ধ আবুল হোসন (৬০) কে একা পেয়ে এলোপাড়ী ভাবে মারপিট করে জখম করে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে তার ডাক চিৎকারে স্ত্রী নুরপান বিবি (৫০) এগিয়ে আসলে তাকেও ধরে দা দিয়ে কুপিয়ে জখম করে। এসময় নুরপান বিবির গলায় থাকা স্বর্ণের চেইন তারা ছিনিয়ে নিয়ে আত্মসাৎ করে। এক পর্যায়ে সন্ত্রাসী কায়দায় তারা তাদের বাড়ী ঘর ভাংচুর করে। পরে এলাকাবাসী তাদের অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। এঘটনায় কলারোয়া থানায় দুজনকে আসামী করে একটি অভিযোগ পত্র দাখিল হয়েছে।