January 22, 2025
আঞ্চলিক

কলারোয়ায় সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিলে বৈঠক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ম্যাক্স নিউট্রিওয়াশ প্রজেক্ট এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে পুষ্টি বিষয়ে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কলারোয়া হাসপাতালের টিএইএ ডা: কামরুল ইসলাম। অনুষ্ঠানে শিশু ও মাতৃত্বকালীন সময় এবং নারী-পুরুষদের জীবনধারা বিকাশে পুষ্টির উপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সিনিয়র সহ.সভাপতি অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সদস্য সরদার জিল্লুর, প্রবীন সাংবাদিক বুলু আহম্মেদ, রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, এসএম ফারুক হোসেন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজ্জামান, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, এমএ সাজেদ, কলারোয়া সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও আজগর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিএইচও ডা. কামরুল ইসলাম বলেন-স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির কোন বিকল্প নাই।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *