December 27, 2024
আঞ্চলিক

কলারোয়ায় মে দিবসে প্রয়াত শ্রমিকদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয়ে কলারোয়ায় মহান মে দিবস উদযাপিত হয়েছে। শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি-এই প্রতিপাদ্যে ও ‘দুনিয়ার মজদুর এক হও’ ¯েøাগানে ১৩৩ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো আলোচনা সভা, র‌্যালি, অনুদান প্রদান, মধ্যাহৃ ভোজসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বুধবার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক স্থানে এসকল অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এছাড়া ইউরেকা পাম্প সংলগ্ন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত প্রয়াত ৮জন শ্রমিকদের পরিবারের মাঝে মাথাপ্রতি নগদ ১৫হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক সাংসদ বিএম নজরুল ইসলাম। কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম পরিচালনা করেন। উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠানে মৃত সদস্যের পরিবারকে ২০হাজার টাকা এবং আহত শ্রমিকদের ৫হাজার টাকা অনুদান দেয়া হয়।

এদিকে-র‌্যালিতে ও পৃথক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী ভিপি ও রবিউল আলম মল্লিক রবি, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আনোয়ার হোসেন, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির সভাপতি সাইফুল্যাহ আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক ও কলারোয়া নিউজ’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমুখ অংশ নেন। কলারোয়া ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন সহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *