কলারোয়ায় মুক্তিযোদ্ধা নিরঞ্জন পোর্দ্দারকে গার্ড অব অনার প্রদান
কলারোয়া প্রতিনিধি
শনিকার বিকালে জাতির সুর্য সন্তান ৭১ এর রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা শ্রী নিরঞ্জন পোর্দ্দার (৭০) কে সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার দেওয়া হয়েছে। এরপর তাকে বরিশালের গৌরনদী গ্রামের নিজ এলাকায় নিয়ে দাহ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আকতার হোসেন, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধার সৈয়দ আলী গাজী প্রমুখ।
এসময় কলারোয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আকতার হোসেন ও কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেনের নেতৃত্বে এই বীরের লাশকে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে লাশের ওপর পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেলুটসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তার মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা শ্রী নিরঞ্জন পোর্দ্দারে স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে সন্তান রেখে গেছেন।
উল্লেখ্য- তিনি অসুস্থ্যজনিত কারণে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১টার দিকে হাসপাতালে মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৭০) বছর। তিন কলারোয়া উপজেলা পৌর সদরের গদখালী গ্রামের বাসিন্দা ছিলেন। তার মুক্তিযোদ্ধা গেজেট নং-১৯৪৮।