কলারোয়ায় মামলা ভিন্নখাতে নিতে স্বাক্ষীর নামে চাঁদাবাজী মামলা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
গতকাল মঙ্গলবার সকালে কলারোয়া পৌর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনটি করেন উপজেলার পাটুলিয়া গ্রামের আ.লীগ নেতা খায়রুল বাসার। তিনি লিখিত বক্তব্য বলেন-ওই গ্রামের মৃত সুলতান উদ্দীনের মেয়ে নাছিমা সুলতানা ওরফে মনিরা খাতুন গত ৫ মে-১৯ তারিখে সাতক্ষীরা আমলী আদালতে ৩৪ লাখ টাকা দাবী করে একই গ্রামের শাজাহান মিঠু ও রেজুনুজ্জামান লিঠুকে আসামী করে একটি সিআরপি -৬৯/১৯ মামলা দায়ের করেন। কিন্তু ওই মামলায় ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি, ৩নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি ও শেখ পাড়া জামে মসজিদের সভাপতি খায়রুল বাসার এবং পাটুলিয়ার ৩নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক, ১২ নং দেয়াড়া ইউনিয়ন আনছার ভিডিপির কমান্ডার তারেক আজিজকে স্বাক্ষী করা হয়। খায়রুল বাসার ও তারেক আজিজ আদালতে মামলা হওয়ার বিষয়ে কিছৃু জানতেন না। কিন্তু মামলার বাদী ও বিবাদীদের মধ্যে টাকা লেনদেনে হয়ে সেটা তারা জানতেন। এর মধ্যে মামলাটি ভিন্নি খাতে নিতে ওই মামলার ২নং আসামী রেজানুজ্জামান লিঠু ১মাস ১৪ দিন পরে সাতক্ষীরা আদালতে ২০লাখ টাকার একটি চাঁদাবাজি (সিআরপি-১১০/১৯) মামলা দায়ের করেন। ওই মামলায় আ.লীগের দুই নেতাকে আসামী করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন-শাহাজান মিঠু ও রেজানুজ্জামান লিঠু কৌশলে মনিরা খাতুনের মামলা ভিন্নখাতে নিতে মিথ্যা হয়রানী মূলক মামলা করেছে। তারা বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।