December 28, 2024
আঞ্চলিক

কলারোয়ায় মহান শহীদ দিবস পালন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

নিজের মুখের ভাষা, নিজের মায়ের ভাষা ‘বাংলা ভাষা’কে প্রতিষ্ঠিত করতে বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। ‘বাংলা’কে রাষ্ট্রভাষার মর্যাদায় আসীন করতে যারা নিজের জীবন উৎসর্গ করেছিলেন, অবদান রেখেছিলেন সেই সব বীরদের প্রতি মনের ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো কলারোয়াবাসী। মহান একুশে ফেব্র“য়ারীর প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে কলারোয়া ফুটবল মাঠের কর্নারে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে একে একে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষেরা। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে কলারোয়ার শহীদ মিনারে সেসময় স্থানীয় মানুষের ঢল নামে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় পার্টি, বিভিন্ন স্কুল-হাইস্কুল-মাদরাসা-কলেজ, কলারোয়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, পৌরসভা প্রেসক্লাব, সাংবাদিক সংস্থা, পাবলিক ইন্সটিটিউট, পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, খ্রিষ্টান এসোসিয়েশন, শ্রমিক ইউনিয়ন, ইলেকট্রিশিয়ান ইউনিয়ন, গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন, রক্তদান সংগঠন সেবা, বিভিন্ন ক্রীড়া সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। ১৯৫২’র মাতৃভাষা আন্দোলনে শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, দপ্তর সম্পাদক সুজাউল হক, সদস্য ল²ন বিশ্বাস, গোপাল ঘোষ বাবু, কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ স্থানীয় সাংবাদিকরা পুষ্পাঞ্জলি অর্পন করেন। উপজেলা প্রশাসন আয়োজিত পুষ্পমাল্য অর্পন অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *