কলারোয়ায় মসজিদের কমিটি গঠন নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৪
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ ব্যক্তি জখম হয়েছে। এদের মধ্যে ৩জনকে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার কেরালকাতা ইউনিয়নের দরবাসা গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন দরবাসা গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে আব্দুর রাজ্জাক।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দরবাসা পশ্চিমপাড়া জামে মসজিদের কমিটি করা নিয়ে বিরোধে শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বেলা ২টার দিকে প্রতিপক্ষের হামলার শিকার হন আব্দুর রাজ্জাক (৩৫)। এসময় তাকে উদ্ধার করতে এলে তার ভাইপো ওই গ্রামের অহিদ মোড়লের ছেলে উজ্জ্বল হোসেন (২৭), মোক্তার হোসেনের ছেলে মোখলেছুর রহমান (২৪) ও প্রতিবেশি মৃত শুকর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫) মারপিটের শিকার হন। এর মধ্যে গুরুতর আহতবস্থায় উজ্জ্বল, মোখলেছুর ও সিরাজকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।