January 14, 2025
আঞ্চলিক

কলারোয়ায় মনোনয়নপত্র জমা দিলেন নৌকার মনোনীত প্রার্থী স্বপন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা)’র চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৫ ফেব্রæয়ারী) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমানের কাছে তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। এসময় একই সাথে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এইচএম আরাফাত হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা আনোয়ার ময়না।

মনোনয়নপত্র দাখিলের সময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সহ.সভাপতি মাস্টার খায়বার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, হেলাতলা ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, কেরালকাতার সভাপতি হাফিজুর রহমান, জালালাবাদের সভাপতি মশিয়ার রহমান, যুবলীগের সভাপতি শেখ মাছুমুজ্জামান মাছুম, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, আ.লীগ নেতা জামাই সিরাজ, প্রভাষক আব্দুর রহিম, শেখ রুহুল কুদ্দুস, জুলফিকার আলী, প্রদর্শক শাহিনুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বেনজির হোসেন হেলাল, ইউপি সদস্য কামরুল ইসলাম, নজরুল ইসলাম, কওছার আলী, মোখলেছুর রহমান, আব্দুল জলিল প্রমুখ।

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান- ‘উপজেলার মোট ভোট কেন্দ্র ৭৫টি। ভোটার রয়েছে ১লাখ ৮৫হাজার ৭’শ ৩০জন। আগামি ২৪মার্চ রবিবার কলারোয়া উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *