কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
গতকাল সোমবার বিকালে কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলার কাজিরহাট বাজারে অভিযান পারিচালনা কালে ওই বাজারের ইব্রাহিম ষ্টোরের মালিক মুদি ব্যবসায়ী ইব্রাহিম হোসেন ও সান্তি ষ্টোরের মালিক সুনাতন পাল কে এ জরিমানা করা হয়।
এসময় তারা নিজেদের ভুল ও দোষ স্বীকার করে নেয়ায় ২ জনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাট অধিদপ্তরের পরিদর্শক আকরাম হোসেন ও ইউএনও অফিসের বেঞ্চসহকারী এমএ মান্নান ও থানা পুলিশ।