December 27, 2024
আঞ্চলিক

কলারোয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী রবি মলি­কের মনোনয়ন প্রত্যাহার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি। গতকাল বৃহষ্পতিবার বিকেলে রিটার্নিং অফিসার ও সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীবের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন দাখিল করেন রবি মল্লিক। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার নাজমুল কবীর।

রবি মল্লিক জানান- ‘চেয়ারম্যান প্রার্থী লাল্টু, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহাজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খুকুকে সমর্থন জানিয়ে ও তাদের ভোটযুদ্ধে সম্পৃক্ত থাকার প্রত্যয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’ এদিকে রবি মল্লিকের মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে কলারোয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে থাকলেন জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *