কলারোয়ায় বোরো চাল ও ধান সংগ্রহ উদ্বোধন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সরকারি খাদ্য গুদামে বোরো চাল সংগ্রহ অভিযান ২০১৯ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ধান/চাল সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক চলতি বোরো মৌসুমে কলারোয়া সরকারি খাদ্য গুদামে ১১৮৬ মেট্রিক টন চাল ও ৩৮৩ মেট্রিক টন ধান চলতি এপ্রিল মাস থেকে ৩০ আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পলাশ চন্দ্র মুখার্জির আয়োজনে এবং কলারোয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনউদ্দিন মোড়লের সঞ্চালনায় বোরো চাল সংগ্রহ অভিযানের অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্ট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাগর হোসেন, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা খাদ্যে পরিদর্শক অসীম কুমার মন্ডল,উপজেলার চাতাল মিল মালিক সমিতির সভাপতি অহিদুজ্জামান, সহ-সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুর রফিক সহ উপজেলার সকল মিল মালিক সমিতির সদস্যবৃন্দ।