কলারোয়ায় বিষ দিয়ে ৩৪ শতক জমির ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ
এ কেমন শত্রুতা….
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় পূর্ব শত্রæতার জের ধরে এক কৃষকের ৩৪ শতক জমিতে খাস মারা বিষ দিয়ে ২৫হাজার টাকা মুল্যে ধান ক্ষেত নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ উছেছে। এঘটনার প্রতিকারে কলারোয়া থানা একটি সাধারণ ডায়েরী হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেরালকাতা গ্রামে।
গতকাল বুধবার সকালে ক্ষতিগ্রস্ত আফছার আলী ও রমজান আলী জানান-ওই গ্রামের আকছেদ আলী, পলাশ হোসেন, বাবলু ও জিয়ার সাথে দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রæতা চলে আসছে। এরই সুত্র ধরে বিবাদী পক্ষরা রাতে ওই জমির ফসল নষ্ট করেছে বলে তারা ধারনা করছে। তারা আরো জানান-কেরালকাতা মৌজার জেএলনং-৫৪,খতিয়ান নং-১, দাগ নং-২৩৪/৪০২ দাগের মোট ৩৪শতক জমি আছে। এই জমিতে রজমান আলী ২৪শতক ও আফছার আলী ১০শতক নিয়ে দীর্ঘ দিন ধরে ধান চাষ করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ আকছেদ আলীগণ ওই জমি দীর্ঘ দিন ধরে জবর দখলের চেষ্টা করে আসছে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। মামলায় সে হেরে গিয়ে জমি দখল নিতে না পেরে অবশেষে ওই জমিতে খাস মারা বিষ দিয়ে ফসল নষ্ট করে দিয়েছে। এঘটনায় কলারোয়া থানায় ৪ জনের নামে সাধারণ ডায়েরী হয়েছে।