কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ইমরান হোসেন (৯) নামের এক স্কুল ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের কেরামত আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আলাইপুর গ্রামে।
জানা যায়, আলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া ছাত্র ইমরান হোসেন সবার অজান্তেই নিজ ঘরের সিলিং ফ্যানের তার লাগাতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ সংযোগ শরীরে স্পৃষ্ট হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে থানার এসআই ইস্রাফিল হোসেন নিহতের বাড়ীতে যান।
বুধবার সকালে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান- এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। এদিকে স্কুল ছাত্র ইমরানের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।