কলারোয়ায় বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ সোহরাওয়ার্দী স্মৃতি পদকে ভূষিত
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সম্মাননা পদকে ভূষিত হলেন। তিনি গত ৬ সেপ্টেম্বর ঢাকার সেগুন বাগিচা চাইনিচ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠিত সভায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞ্জার হাত থেকে এ সম্মননা পদক গ্রহন করেন।
এর আগেও তিনি ১৯ এপ্রিল ড. মুহাম্মদ শহীদুল¬াহ স্মৃতি পদক ও সম্মাননা সার্টিফিকেট ও ক্রেষ্টে পেয়েছেন। আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি সিদ্দিকুর রহমান। সম্মাননা পদক পাওয়ায় কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক পরিষদ।